আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি ব্রাউজার "মজিলা ফাইয়ার ফক্স" এর গতি কিভাবে বাড়াবেন তা নিয়ে আলোচনা করব।ব্রাউজিং এর ক্ষেএে এখন মজিলা ফাইয়ার ফক্স এখন অনেক জনপ্রিয়।আর এর গতি যদি একটু বেশি হয় তাহলে কেমন হয়।এর গতি বাড়ানোর জন্য
১। প্রথমে "মজিলা ফাইয়ার ফক্স"ব্রাউজারটি অপেন করুন।এর পর এড্রেস বারে গিয়ে "about:config"লিখুন এবং Enter চাপুন।
২। এবার "I'll be careful,I promise!"এখানে ক্লিক করুন।
৩।এবার filter-এ "network.http.pipelining" লিখে সার্ছ দিন।তারপর "network.http.pipelining" এর value পরিবর্তন করে False এর জায়গায় True করে দিতে হবে।আর "network.http.pipelining.maxrequests" এর value পরিবর্তন করে 4 এর জায়গায় 10 করে দিতে হবে।লক্ষ্য রাখতে হবে যে "network.http.pipelining.maxrequests" এর value 10 এর বেশি না হয়।যদি বেশি হয় তবে firefox হ্যাং হতে পারে।
৪।এবার firefox এর File এ গিয়ে Exit করুন।
৫।এখন আপনি আপনার ইন্টারনেট কানেকশন ম্যানেজার এ যান।সেখান থাকে আপনি আপনার Default connection অথাৎ আপনি যে connection টি ব্যবহার করছেন,তার properties এ যান এবং General এ গিয়ে Configure এ ক্লিক করুন।এবার Maximum speed পরিবর্তন করে 921600 সিলেক্ট করুন এবং ok দিন।
৬।এবার আপনি আপনার কম্পিউটারটি Restart দিন।
এবার আপনি আপনার মজিলা ফাইয়ার ফক্স এর গতি নিজেই বুজতে পারবেন।
সবাই ভাল থাকবেন।
পোষ্টটি লিখেছেনঃ ফরিদুল আলম টুটুল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন