বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১১

ফ্যাক্স/ মডেম এর গতি বাড়ানর গতি বাড়ান

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন।


আজ আমি আপনাদের কিভাবে ফ্যাক্স/ মডেম এর গতি বাড়ানো যায় তা বলব।দিনে দিনে ইন্টারনেট ব্যবহাকারীর সংখা বেড়েই চলছে।কিন্তু আমরা ইন্টারনেট এর গতি তেমন বাশি পাই না।আমরা অনেকেই বাসার ল্যাণ্ডফোন এর মাধ্যমে ডায়াল-আপ ইন্টারনেট সংযোগ ব্যাবহার করি।তবে তত বাশি গতি পাই না।আপনি চাইলে আপনার ফাক্স/ মডেম এর গতি বাড়াতে পারেন।এতে ইন্টারনেট এর গতি অনেক বেড়ে যাবে।এর জন্য যা করতে হবে-

start মেনু থাকে control panel এ যান।পরে phone & modem option\modems\আপনার modem টি সিলেক্ট করে properties\Advanced এখানে Extra Initializations Commmand এ at&fx লিখে ok দিন।


দেখা যাবে আগে আপনি যেখানে Internet Speed 36.Kbps পেয়েছেন,এখন সেখানে 115.Kbps পাবেন।


সবাই ভাল থাকবেন।

পোষ্টটি লিখেছেনঃ  ফরিদুল আলম  টুটুল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Widgets ^ Back to Top