বুধবার, ৫ অক্টোবর, ২০১১

এরোর রিপোটিং বন্ধ করুন

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন
আজ আমি আপনাদের কম্পিউটারের এরোর রিপোটিং কিভাবে বন্ধ করতে হয় তা বলব। মাঝে মাঝে পিসিতে কোনো অনৈতিক অপারেশনের কারণে অথবা কোনো এপ্লিকেশন হ্যাং করলে যদি ফোর্স স্টপ (ctrl+shift+Del) করা হয়,তখন send error report to Microsoft- এই মেসেজ আসে,যা দেখে অনেকেই বিরক্ত হয়।আপনি যদি চান খুব সহজে এ সমস্যার সমাধান করতে পারেন।এ জন্য My Computer-এ রাইট বাটনে ক্লিক করুন।এবার Properties-এ ক্লিক করে Advance সিলেক্ট করুন।এখন Error Reporting-এ ক্লিক করুন।এরপর Disable error reporting নির্বাচন করুন।এবার দেখুন আপনার কম্পিউটারে আর এরোর রিপোটিং দেখাবে না


সবাই ভালো থাকবেন।আজ এই পর্যন্ত।

পোষ্টটি লিখেছেনঃ  ফরিদুল আলম  টুটুল

1 টি মন্তব্য:

  1. ভালো লাগলো। তবে এই ম্যাসেজ আসা বন্ধ হলও কিন্তু কম্পিউটােরের হ্যাং দেয়া কমবে না। আমার কাছে মনে হয়।আপনাকে ধন্যবাদ

    উত্তরমুছুন

Blogger Widgets ^ Back to Top