সোমবার, ৩ অক্টোবর, ২০১১

আপনার কম্পিউটারের গতি বাড়ান

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন
আজ আমি আপনাদের কম্পিউটারের গতি কিভাবে বাড়াতে হয় তা বলব। কম্পিউটার এর গতি যদি কমে যায় তাহলে কেমন লাগবে!কম্পিউটারের গতি বাড়াতে হলে বেশি Ram এর বিকল্প নাই।কিন্তু যাদের অল্প Ram রয়েছে,কিংবা কম্পিউটার বেশ পুরোনো হয়েছে,তাদের কি হবে?আবার শুধু বেশি Ram থাকলে হবে না, কম্পিউটার ঠিক মত পরিস্কার-পরিছন্ন না রাখলে,খুব বেশি প্রোগ্রাম ইন্সটল করলে যেকোনো কম্পিউটার ক্রমে ধীর গতি সম্পন্ন হয়ে যাবে।সাধারনত নিচের পথ অনুসরণ করে কম্পিউটার এর গতি বাড়াতে পারেন।

১।Start Menu তে Run এ গিয়ে tree লিখে এন্টার দিন।
২।Start Menu তে Run এ গিয়ে prefetch লিখে এন্টার দিন এবং উইণ্ডোতে যে ফাইল গুলো আসবে তার সব কটা ডিলিট করুন।
৩।Start Menu তে Run এ গিয়ে temp লিখে এন্টার দিন এবং টেম্পুরারি ফাইল গুলো ডিলিট করুন।
৪।Start Menu তে Run এ গিয়ে %temp% লিখে এন্টার দিন এবংযে টেম্পুরারি ফাইল গুলো আসবে তা ডিলিট করুন।যে টেম্পুরারি ফাইল গুলো ডিলিট হয় না,সেগুলো বাদ দিয়ে বাকি গুলো ডিলিট করুন।
৫।Start Menu তে Run এ গিয়ে .bak লিখে এন্টার দিন।এবার ব্যাকআপ ফাইল গুলো ডিলিট করুন।
৬।Start Menu তে Run এ গিয়ে .temp লিখে এন্টার দিন এবং টেম্প ফাইল গুলো ডিলিট করুন।
৭।Start Menu তে Run এ গিয়ে recent লিখে এন্টার দিন এবং recent ফাইল গুলো ডিলিট করুন।
Hard Disk এর ওপর ডান মাউস ক্লিক করে Properties এ ক্লিক করুন এবং 'ডিস্ক ক্লিনআপ' অপশনটি ব্যবহার করুন।এভাবে প্রতিটি Hard Drive এ তা করুন।মাই কম্পিউটার এর 'টুলস অপশন' ফোল্ডার অপশন 'ভিউ ট্যাব' শো হিডেন ফাইলস এবং ফোল্ডারস 'সি ড্রাইভ' ডকুমেন্ট এবং সেটিংস 'যে নামে কম্পিউটারটি আছে সেই ফোল্ডার' লোকাল সেটিংস (ঘোলা)' 'temp' এবং 'tempurary internet files' এবার এই দুটি ফোল্ডার থেকে ইন্টারনেট এর temp ফাইল গুলো ডিলিট করুন।প্রতি মাসে অন্তত একবার ডিস্ক ডিফ্রামেনটেশন  করুন।অপ্রয়োজনীয় প্রোগ্রাম ইন্সটল করবেন না।করে থাকলে তা আনইন্সটল করুন।CCleaner ফ্রী সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করুন।

ডাউনলোড করতে www.filehippo.com ক্লিক করুন। 

উপরের কৌশলগুলো আপনার কাজের ধরন অনুযায়ী দু-এক সপ্তাহ পর পর নিয়মিত করুন।




সবাই ভালো থাকবেন।আজ এই পর্যন্ত।

পোষ্টটি লিখেছেনঃ  ফরিদুল আলম  টুটুল


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Widgets ^ Back to Top