সোমবার, ২৫ জুন, ২০১২

গুগল অ্যাডসেন্স সহজে পাওয়ার স্থান


আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই ও বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গুগল অ্যাডসেন্স নিয়ে আলোচনা করবো। কিভাবে অতি সহজে গুগল অ্যাডসেন্স পাওয়া যায়। আশা করি আমার এই পোস্ট পরলে আপনারা খুব সহজে গুগল অ্যাডসেন্স পেয়ে যাবেন। 

আপনি যদি Bukisa এর মাধ্যমে যদি গুগল অ্যাডসেন্স পান। তাহলে গুগল অ্যাডসেন্স এর আয়ের টাকা থেকে Bukisa 40% কেটে  নিবে।

example: আপনি যদি ১০০$ আয় করেন তাহলে ৪০ ডলার ওই কোম্পানি নিয়ে নিবে।
তাহলে আপনি যদি ইচ্ছুক হন কাজ শুরু করি।
১. একটা নতুন ইমেইল বানান। (mail.google.com)
2. Bukisa.com এ যান এবং রেজিস্টার করুন। ৭০-৮০ % profile complete করুন।
৩. Bukisa.com এ 2-3 টা Unique পোস্ট করতে হবে। (কোনো সাইট থেকে কপি করলে হবে না)

উপরের ২ নং এবং ৩ নং কাজ হয়ে গেলে গুগল অ্যাডসেন্স এ Apply করি। নিচের লিঙ্ক এ ক্লিক করুন।

http://www.bukisa.com/myhome/earnings


এবার সব ঠিক মত fill up করে submit করুন। দেখুন আপনার ইমেইল এ একটি message এসেছে। confirm এ ক্লিক করে আবার সব ঠিক মতো আপনার information দিয়ে submit করুন। ৪-৫ ঘণ্টা wait করুন। আপনার ইমেইল চেক করুন।


congratulation, Your Google Ad Sense Account is Approved. 


এবার আপনি চাইলে গুগল অ্যাডসেন্স এ লগিন করে ADS বানিয়ে আপনার সাইট এ প্রদর্শন করতে পারেন। (আপনার কোনো সাইট থাকলে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Widgets ^ Back to Top