মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১২

বাড়িয়ে নিন র‍্যামের গতি

উইন্ডোজ বাবহারের ফলে অনেক নিস্ক্রিয় প্রোগ্রাম র‍্যামে জমা হয়, যা পিসির গতি কমিয়ে দেয়। এ রকম হলে আমরা সাধারণত পিসি রিস্টার্ট করে র‍্যাম পরিস্কার ছাড়াই র‍্যামের অসার প্রোগ্রামগুলো সরিয়ে নিতে পারেন। এ জন্য ডেস্কটপে ফাকা জায়গায় মাউস রেখে ডান ক্লিক করে New  shortcut এ যান। এখন যে ফাকা বক্সটি আসবে সেখানে নিচের কোডটি হুবহু লিখুনঃ %windir%\system32\rundll32.exe advapi32.dll.ProcessldleTasks
এবার Next নির্বাচিত করে clear ram নামে নতুন একটি শর্টকার্ট আইকন এসেছে। লক্ষ্য করুন, ডেস্কটপে নতুন আইকন এসেছে। এই আইকনটিতে দুই ক্লিক দিলেই র‍্যামের অসাড় প্রোগ্রাম দূর হয়ে যাবে।

পোষ্টটি লিখেছেন  - Kowshik

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Widgets ^ Back to Top