বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

computer এর টেম্পোরারি ফাইল ডিলিট করুন সহজে ১ ক্লিক এ অথবা ক্লিক ছাড়া

কম্পিউটারের বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি আর এই কাজের সময় কম্পিউটার অপারেটিং সিস্টেম কিছু টেম্পরারী ফাইল তৈরী করেএই ফাইলগুলো কম্পিউটারের স্পিড কমিয়ে দেয় । এই পোস্ট এর  মাধ্যমে আপনি নিজেই একটা প্রোগ্রাম তৈরী করা সিখাব যা দিয়ে আপনি ক্লিক না করেই অই temporary ফাইল গুলু ডিলিট করে আপনার কম্পিউটারকে গতিশীল করতে পারবেন । 

আসুন কাজ সুরু করে দেই ।

প্রথমে notepad  খুলুনসেখানে নিচের লেখা গুলু লেখুন 
cd C:\WINDOWS\Temp

del *.* /f/s/q

cd C:\WINDOWS\Prefetch

del *.* /f/s/q

cd C:\Documents and Settings\%username%\Local Settings\Temp

del *.* /f/s/q

cd C:\Documents and Settings\%username%\Recent

del *.* /f/s/q

cd\

c:

tree

cls



exit 


এখন আপনার প্রোগামটি Complete হলো এবং এটিকে Speed Up.bat নামে Desktop - সেভ করুন এবং প্রোগ্রামটিকে ডাবল ক্লিক করে চালু করুন তারপর দেখুন যে কাজগুলো আপনি মেনুয়ালী করতেন তা এখন আপনার তৈরী করা এই ব্যাচ প্রোগ্রামই করে দিচ্ছে
আবার আপনি ইচ্ছে করলে এই ব্যাচ ফাইল টাকে Start up  এ রেখে দিতে পারেন তাহলে আর ক্লিক ও করতে হবে না কম্পিউটার চালুর সাথেই সব clear হয়ে যাবে। 
আশা করছি আপনারা উপকৃত হবেন । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Widgets ^ Back to Top