শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১

 গুগল প্লাস সবার জন্য উন্মুক্ত

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের 'গুগল প্লাস' নিয়ে আলোচনা করব। সার্চ ইঞ্জিন গুগলের তৈরি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাস (http://plus.google.com) সবার জন্য উন্মুক্ত হয়েছে। প্রায় আড়াই মাস ধরে সাইটটি পরীক্ষামূলক চালু ছিল। সাইটটিতে সদস্য হতে হলে আমন্ত্রণ পেতে হয়। সদস্য হয়ে যে কেউ অন্য আগ্রহীদের আমন্ত্রণ জানাতে পারবেন। গুগল প্লাসে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন সুবিধা, যার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে, অনেক ব্যক্তির একসঙ্গে ভিডিও চ্যাট করার সুবিধা। যাত্রা শুরুর পর থেকেই গুগল প্লাসের ব্যবহারকারী বাড়তে থাকে এবং প্রথম দুই সপ্তাহে এর সদস্যসংখ্যা হয় এক কোটি! আর তা প্রথম মাসেই হয় দুই কোটি ৫০ লাখ!
 
গুগলের বিনা মূল্যে ই-মেইল সেবা জিমেইলে যাঁদের অ্যাকাউন্ট আছে, তাঁরা সহজে গুগল প্লাসের সদস্য হতে পারবেন। এ ছাড়া জিমেইলের এক ঠিকানা এবং গোপন নম্বর (পাসওয়ার্ড) দিয়েই গুগলের সব ধরনের সেবা ব্যবহার করা যাবে। গুগলের সোশ্যাল ব্যবসা বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতি ভিক গুন্ড্রোটা বলেন, ‘আমরা বুঝতে পারছি, ব্যবহারকারীরা বর্তমানে নানা ধরনের টুলস ব্যবহার করছে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে। এর অন্যতম মাধ্যম হচ্ছে ই-মেইল। তাই এর সঙ্গে যুক্ত করেই গুগল প্লাসের কার্যক্রম করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Widgets ^ Back to Top